বজ্রপাত
প্রতীকী ছবি

মেহেরপুর সদর উপজেলায় বজ্রপাতে আবু বক্কর (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের পিরতলা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

আবু বক্কর উপজেলার রাধাকান্তপুর গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে। এ ছাড়া বজ্রপাতে আরও দুই নারী আহত হয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলার গোপালপুর গ্রামের আবদুস সালামের স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০) ও রাজাপুর গ্রামের মজিদুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (২৫)।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে রাধাকান্তপুর গ্রামের পিরতলা মাঠে ধান রোপণ করছিলেন কৃষক আবু বক্কর। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি পড়ে যান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে গোপালপুর ও রাজাপুর গ্রামে নিজ বাড়িতে রান্না করছিলেন আঙ্গুরা খাতুন ও কহিনুর বেগম। এ সময় বজ্রপাত হওয়ায় তাঁরা গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, আহত দুই নারী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আপাতত তাঁদের শারীরিক অবস্থা ভালো। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।