মেয়রের পর এবার ছেলেও গ্রেপ্তার

রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়রের ছেলে রাজু আহম্মেদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

পুলিশ জানায়, বাঘা উপজেলার আড়ানী পৌরসভায় গত নির্বাচনের সময় বোমাবাজির ঘটনা ঘটে। তখন বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার আসামি ছিলেন পৌর মেয়র মুক্তার আলী ও তাঁর ছেলে রাজু। পরে গত ৬ জুলাই এক শিক্ষককে মারধরের ঘটনা ঘটে। এরপর মেয়রের বাড়িতে অভিযান চালানো হয়। তখন বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অর্থ, চেক বই, অস্ত্র-গুলি উদ্ধারের কথা বলেছিল পুলিশ। এ ঘটনায় করা মাদক মামলার আসামি হন রাজু।

এর আগে এক কলেজশিক্ষককে মারধরের ওই মামলায় মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর আগে তাঁর স্ত্রী, শ্যালকসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী জেলা ডিবির পরিদর্শক আতিক রেজা বলেন, আজ বেলা তিনটায় নিজ বাড়ি থেকে রাজু আহম্মেদকে গ্রেপ্তার করেছেন তাঁরা। তাঁকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে।