মোংলায় কয়লা নিয়ে লাইটার কার্গোডুবি, উদ্ধারকাজ শুরু

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই নৌযান ডুবে গেছে
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দরের হারবাড়িয়া এলাকায় ৬৫০ মেট্রিক টন কয়লাবোঝাই একটি লাইটার কার্গো ডুবে গেছে। কার্গোতে থাকা ১০ নাবিককে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্টগার্ড।

গত বৃহস্পতিবার রাতে ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে কয়লাবোঝাই লাইটার কার্গোটি ডুবে যায়। আজ শনিবার সকালে লাইটার কার্গোর মালিক তা উদ্ধারের কাজ শুরু করেন। তবে লাইটার কার্গোডুবির কারণে বন্দরে দেশি-বিদেশি জাহাজ আসা-যাওয়ায় কোনো বাধার সৃষ্টি হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এদিকে এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কার্গোর সারেং জিডিটি করেন বলে জানা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন বলেন, মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় এম ভি জর্ডান নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে বৃহস্পতিবার বিকেলে লাইটার কার্গো এমভি নাওমী কয়লা পরিবহন করতে ভিড়ে। ৬৫০ মেট্রিক টন কয়লা ওই জাহাজ থেকে নামিয়ে কার্গোতে তোলা হয়। এরপর কার্গোটি বন্দরের দিকে রওনা হলে পথে ডুবোচরের সঙ্গে এর ধাক্কা লাগে। তখন কার্গোর তলা ফেটে তাতে পানি উঠতে শুরু করে। দুর্ঘটনার পর কার্গোর নাবিকেরা কোস্টগার্ডের সহযোগিতা চান। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে তাঁদের নিরাপদে সরিয়ে নেন।

মো. শাহাদাত হোসেন আরও বলেন, বন্দর চ্যানেল স্বাভাবিক আছে। এতে বন্দরে জাহাজ আগমন-নির্গমনে কোনো সমস্যা হচ্ছে না। গতকাল শুক্রবার লাইটার কার্গোর মালিককে দ্রুত কয়লাবোঝাই কার্গোটি সরিয়ে নিতে চিঠি দেওয়া হয়। তাঁরা আজ সকালে এ এন স্যালভেজ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে দিয়ে ডুবে থাকা কার্গোটি উদ্ধারের কাজ শুরু করেছেন।