মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে প্রাণ গেল দুলাভাইয়ের, শ্যালক হাসপাতালে
ফরিদপুরের সালথা উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার সালথা-ময়েনদিয়া মহাসড়কের বাগবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো. মাজেদুল ইসলাম (৩২) উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. গিয়াস উদ্দিন মীরের মেয়ের জামাই। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন মাজেদুলের শ্যালক মো. হাবিব উল্লাহ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হাবিব উল্লাহ প্রথম আলোকে বলেন, তাঁর বোনের স্বামী মাজেদুল ইসলাম গত শনিবার তাঁদের বাড়িতে বেড়াতে আসেন। রোববার বিকেলে দুজন মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। এ সময় বাগবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
সালথা ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাজ্জাক হোসেন বলেন, সালথা-ময়েনদিয়া সড়কের বাগবাড়ি এলাকায় ব্যাটারিচালিত আটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাজেদুলের মৃত্যু হয়। অপর আহত হাবিব উল্লাহকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।