মোটরসাইকেল থেকে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাপা

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ এনায়েত উল্লাহ (৩০)। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার দক্ষিণ মাদ্রাসা উকিলবাড়ি এলাকায়। বাবার নাম নাজিম উদ্দিন।

হাটহাজারীর চৌধুরীহাট এলাকায় এনায়েতের কাপড়ের দোকান রয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, অক্সিজেন এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলচালক এনায়েত পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। তাঁদের ধরতে পুলিশের অভিযান চলছে।