সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মোটরসাইকেল মেরামতের পর ট্রায়াল দিতে গিয়ে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক কিশোর মেকানিক নিহত হয়েছে। ওই কিশোরের নাম আরাফাত হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-সান্তাহার সড়কের আক্কেলপুর উপজেলার তিলকপুর কাচারিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন তিলকপুর বাজারের একটি গ্যারেজে মোটরসাইকেলের মেকানিকের কাজ করত। সে তিলকপুর কানচপাড়া গ্রামের মামুন হোসেনের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে একটি মোটরসাইকেল মেরামত করে আরাফাত। এরপর মোটরসাইকেলটি নিয়ে সড়কে দ্রুতগতিতে ট্রায়াল দিচ্ছিল সে।

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আরাফাত মোটরসাইকেলে ট্রায়াল দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেননি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে একটি মোটরসাইকেল মেরামত করে আরাফাত। এরপর মোটরসাইকেলটি নিয়ে সড়কে দ্রুতগতিতে ট্রায়াল দিচ্ছিল সে। এ সময় সান্তাহারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আরাফাত গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিকেলে তার মৃত্যু হয়।