মৌলভীবাজারে করোনা রোগীর প্রায় অর্ধেকই জুলাইয়ে শনাক্ত
মৌলভীবাজার জেলায় মোট করোনা রোগীর প্রায় অর্ধেকই শনাক্ত হয়েছে জুলাই মাসে। জেলায় মোট করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৫৫৯। এর মধ্যে জুলাই মাসেই করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৬৩ জনের। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় জুন মাস পর্যন্ত করোনা রোগী ছিলেন ২ হাজার ৯৯৬ জন। এ পর্যন্ত জেলায় করোনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসেই মারা গেছেন ২৫ জন। ওই ৬০ জন ছাড়া জেলার বাসিন্দা আরও ৪৯ জন জেলার বাইরে বিভিন্ন স্থানে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন। অর্থাৎ জেলার মোট ১০৯ বাসিন্দা করোনায় দেশের বিভিন্ন স্থানে মারা গেছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় মৌলভীবাজারের ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৮। জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৫৫৯। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮১২ জন।
আজ রোববার জেলা সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণের ক্ষেত্রে সচেতনতার অভাব একটি বড় কারণ। বিশেষ করে তরুণসমাজের মধ্যে এই অভাব বেশি দেখা যাচ্ছে। তরুণদের মাধ্যমে তাঁদের মা–বাবা, দাদা-দাদি, নানা-নানি আক্রান্ত হচ্ছেন। তরুণেরা এটাকে এখনো গুরুত্ব দিচ্ছে না। এতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।