default-image

মৌলভীবাজার জেলায় নতুন করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১৯ জন।

সিভিল সার্জন চিকিৎসক তউহীদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন শনাক্তদের মধ্যে সদরে ৭ জন, রাজনগরে ১, কুলাউড়ায় ২, বড়লেখায় ৩, কমলগঞ্জে ৩, শ্রীমঙ্গলে ১ এবং মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রয়েছেন ১৬ জন।

শ্রীমঙ্গলে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধের (৭০) করোনা শনাক্ত হয়েছে। তিনি গত মঙ্গলবার বাড়িতে মারা যান। এর আগের দিন পরীক্ষার জন্য তাঁর নমুনা নেওয়া হয়েছিল। এ নিয়ে করে জেলায় করোনায় মারা গেলেন সাতজন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন