মৌলভীবাজারে নারী-শিশুসহ ২১ রোহিঙ্গা আটক
মৌলভীবাজারে নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে মৌলভীবাজার শহরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে ঢাকা বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করা হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য তাঁরা ভারতের ত্রিপুরা থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মৌলভীবাজার শহরের ঢাকা বাসস্ট্যান্ডে একদল অপরিচিত লোকের চলাফেরা ও কথাবার্তা নিয়ে স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে মৌলভীবাজার সদর মডেল থানা-পুলিশ বাসস্ট্যান্ড থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা পুলিশকে জানিয়েছেন, দলের সদস্যরা ভারতের ত্রিপুরা রাজ্যের কালীঘাট থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার শিকরি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢোকেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁরা মৌলভীবাজার আসেন।
তাঁরা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে যাওয়ার জন্য ঢাকা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। দলে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৭ শিশু রয়েছে। তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান ২১ রোহিঙ্গাকে আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।