মৌলভীবাজার জেনারেল হাসপাতালে সাত ঘণ্টায় চারজনের মৃত্যু

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সাত ঘণ্টায় একজন গর্ভবতী নারীসহ চারজন মারা গেছেন। তাঁদের মধ্যে একজন করোনায় ও তিনজন করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সোমবার দিবাগত রাত তিনটা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে তাঁদের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় মারা গেছেন আরও তিনজন।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, মৃত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। অন্য তিনজন করোনা ওয়ার্ডে সন্দেহভাজন হিসেবে চিকিৎসা নিচ্ছিলেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৩৫ জন।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক আহমেদ ফয়সল জামান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, একজন গর্ভবতী নারীসহ চারজন মারা গেছেন। তাঁদের একজন আইসিইউতে মারা যান। অন্য তিনজন করোনা ওয়ার্ডে।

এদিকে আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ২৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ জনের। শনাক্তের হার ৩৭ দশমিক ১। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৭ জন, শ্রীমঙ্গলে ১, কুলাউড়ায় ৬ ও রাজনগরে ২ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন। সুস্থ হয়েছেন ৫৭ জন। মারা গেছেন ৩ জন। এ নিয়ে সারা জেলায় আক্রান্তের সংখ্যা হচ্ছে ৪ হাজার ৪৩৫ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ১১৯ জন। মারা গেছেন ৪৭ জন।