ম্যারাথন শেষে মারা যাওয়া দৌড়বিদ জামিলের দাফন সম্পন্ন

গহর জামিল হোসেন
ছবি: সংগৃহীত

পতেঙ্গা সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভে হাফ ম্যারাথন শেষ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন পটুয়াখালীর দৌড়বিদ গহর জামিল হোসেন (৪৫)। আজ শনিবার দুপুরে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে পতেঙ্গা সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভে হাফ ম্যারাথন প্রতিযোগিতা শেষে জামিল মারা যান। সফলভাবে ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় শেষে দুই হাতে ‘পটুয়াখালী’ লেখা ফেস্টুন তুলে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন জামিল। এরপর আকস্মিকভাবে জামিল মাটিতে লুটিয়ে পড়েন এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন।

গহর জামিল হোসেন দৌড়বিদদের কাছে পরিচিত ছিলেন ‘টুকু জামিল’ নামে। জামিল পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মৃত মোয়াজ্জেম হোসেন সুলতান মিয়ার ছেলে। জামিলের পৈতৃক নিবাস পটুয়াখালীতে হলেও তিনি ঢাকার মিরপুরের পশ্চিম কাজীপাড়ায় থাকতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জামিলের আকস্মিক মৃত্যুতে পটুয়াখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

আজ সকাল সাতটার দিকে জামিলের লাশ পটুয়াখালী শহরের নিজ বাড়িতে এসে পৌঁছায়। এর পর থেকে জামিলকে শেষবারের মতো দেখার জন্য তাঁর বন্ধুবান্ধবসহ জেলার ক্রীড়ামোদীরা তাঁর বাড়ির সামনে ভিড় করেন। জামিল স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন