ম্যালেরিয়া ও জন্ডিসে আক্রান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
জন্ডিস ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবেল আহমেদ মণ্ডল (২৩) মারা গেছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রুবেল আহমেদ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুনাইল গ্রামে। তিনি বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে থাকতেন। অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল ওয়াদুদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অর্থনীতি বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি রুবেল আহমেদ বান্দরবান ও খাগড়াছড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে তাঁর ম্যালেরিয়া ধরা পড়ে। এর কিছুদিন পর তিনি জন্ডিস রোগে আক্রান্ত হন। পরে তাঁর শরীরে করোনার উপসর্গও দেখা গিয়েছিল। তবে করোনার পরীক্ষা করানো হয়নি।
অবস্থার অবনতি হলে রুবেলকে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে আইসিইউতে এক দিন থাকার পর তাঁকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তাঁকে ঢাকার পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে আইসিইউতে তিনি আজ সকালে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সভাপতি আবদুল ওয়াদুদ বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তাঁর মৃত্যুতে বিভাগ অকালে এক তরুণ ও মেধাবী শিক্ষার্থীকে হারাল।’