default-image

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

আয়েশা হক আরও জানান, জেলা প্রশাসক মিজানুর রহমান বাড়িতে আইসোলেশনে আছেন। এখনো তীব্রভাবে কোনো লক্ষণ প্রকাশ পায়নি। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই জেলা প্রশাসক মিজানুর রহমান অক্লান্তভাবে কাজ করে আসছিলেন। তিনি জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0