default-image

ময়মনসিংহে আজ বুধবার পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ২১ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৪ জন। জেলায় সুস্থতার হার প্রায় ৮৩ শতাংশ। জেলা সিভিল সার্জন এ বি এম মসিউল আলম এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, আজ রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সবশেষ প্রতিবেদন অনুসারে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২১। জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছিল গত ৮ এপ্রিল। এরপর ১০০ জন শনাক্ত হতে ১৯ দিন লাগে। রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে সময় লেগেছিল ৫৩ দিন। ৩১ মে রোগীর সংখ্যা ৫০০ এর ঘরে পৌঁছে।

সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, জেলায় সবচে বেশি আক্রান্ত হয়েছে সদর উপজেলায়। এখানে ১ হাজার ৭৯৯ জন আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0