ময়মনসিংহে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু
ময়মনসিংহে সড়কের পাশে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে এক ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে নগরের চায়না মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভ্যানচালক মন্টু মিয়া (৩৫) ও যাত্রী মো. শহীদ (৪৭)। এর মধ্যে মন্টু ময়মনসিংহ সদর উপজেলার ঈশ্বরদিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে ও শহীদ ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষীয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, প্রতিদিনের মতো আজ সকালে মন্টু মিয়া ভ্যান নিয়ে বের হন। সকাল সাতটার দিকে ভ্যানটি নগরের চায়না মোড় এলাকায় পৌঁছালে সেখানে ছেঁড়া একটি বিদ্যুতের তারের জড়িয়ে ভ্যানটি উল্টে যায়। এ সময় মন্টু মিয়া ও শহীদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।