default-image

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ট্রাকের নিচে চাপা পড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপসহকারী প্রকৌশলী মো. রাসেল মৃধা (৩৭) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জ মোড়ে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল পাশা খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহে আসার পথে মহানগরীর শম্ভুগঞ্জ মোড়ে দুর্ঘটনার শিকার হন রাসেল। তিনি নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ট্রাকের নিচে পিষ্ট হয়ে রাসেল মৃধা ঘটনাস্থলেই মারা যান। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন