default-image

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও শিশুপুত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে পুলিশ প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত মায়ের নাম ইয়াসমিন আক্তার (৩২) এবং তাঁর ছেলের নাম সানি (৭)। তাঁদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কলাপাড়া গ্রামে। ইয়াসমিনের স্বামীর নাম সিরাজুল ইসলাম। আজ দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় মা ও ছেলে ট্রেনের নিচে কাটা পড়েন। পরে খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0