ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আইনজীবী কারাগারে
ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বিএনপিপন্থী দুই আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৯ আইনজীবীর জামিন বহাল রেখেছেন আদালত। জামিনের শুনানি শেষে মঙ্গলবার এই আদেশ দেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন।
আদালত সূত্রে জানা গেছে, ওই মামলার আসামি আইনজীবী উছমান গণি ও তোফাজ্জল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। জেলা বারের সাবেক সভাপতি নুরুল হকসহ অপর ৯ আইনজীবীকে পুলিশের তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত জামিন দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের আদালতপাড়ায় কর্মসূচি পালনকালে বিএনপিপন্থী আইনজীবীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্লোগান দিয়েছেন বলে অভিযোগ করা হয়। এ পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর রাতে ১১ জন আইনজীবীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব আবুল কালাম মুহাম্মদ আজাদ। এরপর ১৯ সেপ্টেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ থেকে আট সপ্তাহের আগাম জামিন নেন বিএনপিপন্থী ওই ১১ জন আইনজীবী।
এদিকে জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ১৬ নভেম্বর ছিল আত্মসমর্পণের পর জামিন শুনানির দিন। সেদিন জেলা ও দায়রা জজ আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেলাল উদ্দিন ১১ জন আইনজীবীর মধ্যে ৯ জনের জামিনের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেন। অপর দুজনকে জেলে পাঠানোর নির্দেশ দেন।
জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার শুনানিতে ওই ৯ জনের জামিন বহাল রাখেন আদালত। শুনানিতে বাদীপক্ষে অংশ নেন সরকারি কৌঁসুলি (পিপি) কবীর উদ্দিন ভূইয়া ও বিবাদীপক্ষে ছিলেন আইনজীবী আবদুল গফুর।