ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ময়মনসিংহ নগরের চরপাড়া এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চরপাড়া মোড়ের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম শরীফ চৌধুরী (৩০)। তিনি ওই এলাকার বাসিন্দা। শরীফ ময়মনসিংহ মহানগর যুবলীগের কর্মী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শরীফ চরপাড়া মোড় থেকে নিজের বাড়িতে যাচ্ছিলেন। একটি গলিপথ ধরে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে তাঁকে ছুরিকাঘাত করে দুর্বত্তরা পালিয়ে যায়। পরে পথচারীরা শরীফকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ দুপুর ১২টা পর্যন্ত মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কোনো পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।