ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের সভাপতি–সম্পাদক গ্রেপ্তার

মো. শাজাহান সরকার ও মো. মোশারফ হোসেন (ডানে)
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ধানিখলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া কলেজশিক্ষার্থী রেদোয়ান হোসেন (২৪) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতারা হলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. শাজাহান সরকার ও সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন (বাচ্চু)।

মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর একটি দল আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আলী জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আজ বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে সোর্পদ করেন। পরে আদালত আসামিদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠান।

গত ১৯ জুলাই ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে রেদোয়ান হোসেন নিহত হন। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে। জেলার ফুলবাড়িয়া কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। তাঁর মৃত্যুর ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় ওই দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।