ময়মনসিংহে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

ময়মনসিংহে রেললাইনের পাশ থেকে আবু রায়হান (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের ব্রাহ্মপল্লি এলাকার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কেওয়াটখালী এলাকায় রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রেললাইনে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে ওসি জানান।