ময়মনসিংহে ৫ রোহিঙ্গাসহ সাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে পাঁচ রোহিঙ্গা নাগরিকসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের চর কালীবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৭ হাজার ইয়াবা বড়ি, ৩৪ বোতল বিদেশি মদ ও নগদ ১ লাখ টাকা উদ্ধার করা হয়। আজ শনিবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ইলিয়াস কাদের (৪৩) ও ইলিয়াসের স্ত্রী আনোয়ারা আক্তার ওরফে রোজিনা (২৬), মো. শাহেদ (২২), নজরুল ইসলাম (২৯), নজরুল ইসলামের স্ত্রী খালেদা আক্তার (৩৮), মো. তৈয়ব (২০) ও মো. নাজমুল হুদা (২৬)। তাঁদের মধ্যে ইলিয়াস কাদের নেত্রকোনা ও নাজমুল হুদা ময়মনসিংহ নগরের চর কালীবাড়ি এলাকার বাসিন্দা। বাকি পাঁচজন রোহিঙ্গা নাগরিক।
সংবাদ সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন বলেন, ইলিয়াস কাদের মাদক ব্যবসায় সুবিধার জন্য রোহিঙ্গা নাগরিক আনোয়ারা আক্তারকে প্রায় দেড় বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাঁরা নগরীর চর কালীবাড়ি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ইলিয়াস তাঁর স্ত্রীর আত্মীয়ের মাধ্যমে টেকনাফ থেকে ইয়াবা এনে অন্যদের দিয়ে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।