করোনাভাইরাস
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৬৪। এ সময়ে বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ওই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ১০ দশমিক শূন্য ৪২।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ২২৬ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়; শনাক্তের হার ১০ দশমিক ৬১। একই সময়ে নেত্রকোনায় ৫৫ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ১৪ দশমিক ৫৪। জামালপুরে ২৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়; শনাক্তের হার ১১ দশমিক ৫৩ এবং শেরপুরে ২৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে; শনাক্তের হার ১৪ দশমিক ২৮। এ নিয়ে এখন পর্যন্ত বিভাগে ৪৩ হাজার ৫১৬ জনের করোনা শনাক্ত এবং করোনায় মারা গেছেন ৬২৯ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ১২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।