ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্তের হার ও রোগী কমেছে

করোনার নমুনা সংগ্রহ
ফাইল ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের চার জেলায় ৭১৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ১৭ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ও হার—সবই আগের দিনের চেয়ে কম। এর আগের ২৪ ঘণ্টায় ৮৮২ জনের নমুনা পরীক্ষায় ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্ত ছিল ২৬ দশমিক ৯৮ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ময়মনসিংহ জেলায় ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২১ দশমিক ১০। নেত্রকোনায় ১১৮ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩ দশমিক ৩৮। জামালপুরে ৬৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৫ দশমিক ৩৮। শেরপুরে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৭ দশমিক ১৮।

ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত মোট ৪২ হাজার ৭১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৬২৮ জন।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ১২ জন হাসপাতাল ছেড়েছেন। আজ সকাল পর্যন্ত বিভাগে মোট ৯১ জন রোগী ভর্তি আছেন।