ময়মনসিংহ বিভাগে করোনা শনাক্ত কমে ২০ শতাংশে নেমেছে
ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭৯১ জনের নমুনা পরীক্ষায় ১৬২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৪৮। গত ২০ দিনের মধ্যে এটি ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগে মৃত্যু হয়েছে একজনের।
বিভাগে এর আগের ২৪ ঘণ্টায় গতকাল রোববার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১০৫ জনের। শনাক্তের হার ছিল ২৪। স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৩৭৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ময়মনসিংহ জেলায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৪৯। এ ছাড়া নেত্রকোনায় ২৫ দশমিক ৭৫, জামালপুরে ১২ দশমিক ৯৬ ও শেরপুরে শনাক্তের হার ১২ দশমিক ৬৫।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তির বাড়ি ময়মনসিংহ জেলায়। এ নিয়ে করোনায় বিভাগে মোট মৃতের সংখ্যা ৬২৬।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৪ রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন। আজ সোমবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৮৪ রোগী ভর্তি ছিলেন।