ময়মনসিংহ বিভাগে শনাক্তের রেকর্ড, করোনায় মৃত্যু ৮

করোনাভাইরাসের প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৯২ জনের। এটি এক দিনে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার ২৮ দশমিক ২২। আজ বুধবার ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলার ৭২১ জনের নমুনা পরীক্ষায় ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুর জেলার ৩১১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮০ জনের। এ ছাড়া শেরপুর জেলায় ২২৮ জনের নমুনা পরীক্ষায় ৬৮ জন ও নেত্রকোনার ১২৯ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় মারা যাওয়া ৮ ব্যক্তির মধ্যে ময়মনসিংহ জেলার ৩, শেরপুরের ২, নেত্রকোনার ২ ও জামালপুরের ১ জন রয়েছেন। আজ বুধবার সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ করোনা রোগী চিকিৎসাধীন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৫৫৬ জন।