ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, নতুন শনাক্ত ২৮
ময়মনসিংহ বিভাগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৩৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক শূন্য ১। তবে এ সময়ে বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ৪৩।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীদের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ১২ দশমিক ৯২। নেত্রকোনায় ১১৮ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। তৃতীয় ঢেউ শুরুর পর এই প্রথম নেত্রকোনায় কেউ শনাক্ত হননি। জামালপুরে ৩২ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়, শনাক্তের হার ১২ দশমিক ৫। শেরপুরে ৫ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২০। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ হাজার ৩৮১। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৯ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন করে আরও ১২ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।