করোনার নমুনা পরীক্ষা
প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮২২ জনের নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪৭ শতাংশ। এই সময়ে বিভাগে করোনায় মারা গেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় এই বিভাগে আগের ২৪ ঘণ্টার তুলনায় নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যু কমেছে। আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৪২৮ জনের। মারা যান ৬ জন।

আজ শনিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে দেওয়া প্রতিদিনের করোনা সংক্রমণের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়।

পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ময়মনসিংহ জেলায় ৪২৯ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জামালপুরে ২৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের। শেরপুরে ৮০ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের এবং নেত্রকোনায় ৬০ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ বিভাগে করোনায় মোট মারা গেছেন ২৩৭ জন।