ময়মনসিংহ বিভাগে ২৪ ঘণ্টায় পরীক্ষা ও শনাক্ত দুটিই কমেছে, মৃত্যু ৪

করোনাভাইরাসের প্রতীকী ছবি

ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা, শনাক্ত ও শনাক্তের হার কমেছে। এ সময়ে বিভাগের চার জেলায় ৭২৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা ১৬৯। শনাক্তের হার ২৩ দশমিক ৩৭ শতাংশ।

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। আক্রান্ত ও মৃত্যুর এ সংখ্যা গত এক সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কম। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে বিভাগে প্রতিদিন অন্তত ১ হাজার ৫০০ নমুনা পরীক্ষা করা হয়। সে তুলনায় গত ২৪ ঘণ্টায় পরীক্ষা কম হওয়ায় শনাক্ত ও শনাক্তের হারও কমেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ময়মনসিংহ জেলায় ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১০৮ জন।

জামালপুরে ২০১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৭, নেত্রকোনায় ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৯ ও শেরপুরে ৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৫ জন। বিভাগের চার জেলায় আজ শনিবার পর্যন্ত মোট শনাক্ত ২০ হাজার ২৩৮।

বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন জামালপুরের এবং একজন করে শেরপুর ও নেত্রকোনার বাসিন্দা ছিলেন। এ পর্যন্ত বিভাগে মোট মারা গেছেন ২৮৫ জন।