ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় এক কিশোরীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং করোনার উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের চারজন ও একজন নেত্রকোনার বাসিন্দা। চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে আটজনের মৃত্যু হলো। এর আগে আগস্টে করোনা ও এর উপসর্গে ৪১৯ জন এবং জুলাইয়ে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শামসুদ্দিন (৯৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহ সদরের দিলরুবা (১৪), গফরগাঁও উপজেলার জাফর উল্লাহ (৫৮), ত্রিশালের আয়শা (৭৮) ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গিয়াসউদ্দিন (৭৩) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
এর মধ্যে কিশোরী দিলরুবাকে তিন দিন আগে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। এর পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়। দিলরুবার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মহিউদ্দিন খান জানান, হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে বর্তমানে ১৪৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন নয়জন। গতকাল পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। এ ছাড়া হাসপাতালের ওয়ান–স্টপ ফ্লু কর্নারে ৬০ জন সেবা নিয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ২১। এখন পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ২৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩২২ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২৭৩ জনের মৃত্যু হয়েছে।