ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৯ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে আরও ১৯ জন মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে করোনায় ৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিদের মধ্যে ৮ জন ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান। তিনি বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৭৬ জনসহ ৪৩৮ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে আইসিউতে ১৯ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯ জন।
করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের রহিমা খাতুন (৪৫) ও ফ্রান্সিলা কামা (৪৬), ফুলপুর উপজেলার অজিত পণ্ডিত (৭০), নেত্রকোনা সদরের শেখ ফরিদ (৩২) ও জামালপুর সদরের আইনুদ্দিন (৮৫)।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০০ নমুনা পরীক্ষায় ৩৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৫৩ শতাংশ। আজ পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৮৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৮৯৯ জন এবং করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ১৩৯ জন। বর্তমানে ৩ হাজার ১৪৯ জন আইসোলেশনে আছেন।