ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২ মাসের শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সানজিদ গ্রামের মুখলেসুর রহমান ও বিলকিস আক্তার দম্পতির ২ মাস বয়সী মেয়ে আয়শা হুজাইফা করোনায় মারা যায়। শিশুটিকে ১১ আগস্ট ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছিল।
শিশুটির বাবা মুখলেসুর বলেন, গত সপ্তাহে হঠাৎ আয়শার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা শনাক্ত হয়। ১৪ আগস্ট তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। রোববার বিকেলে আয়শার শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। আয়শা করোনায় মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তার করোনার পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত ১১ জনের মধ্যে করোনায় ৪ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা ১০ জন। বাকিজন গাজীপুরের। চলতি আগস্টে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গে ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। গড়ে প্রতিদিন এখানে ১৬ জন মারা যাচ্ছেন। এর আগে জুলাইয়ে করোনা ও এর উপসর্গে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে করোনায় মৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), ত্রিশাল উপজেলার আয়শা হুজাইফা (২ মাস), নান্দাইল উপজেলার সালেমা (৯০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার আবদুস সালাম (৫৫)।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী ও ২ জন পুরুষ। বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ ১৯৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে ১৮ জন চিকিৎসাধীন। রোববার সুস্থ হয়ে ৩৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন। এ ছাড়া ওয়ান–স্টপ ফ্লু কর্নারে ১৩৩ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৩ জন।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৭৭৪টি নমুনা পরীক্ষায় ১৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৭ দশমিক ৮২। জেলায় মোট করোনায় আক্রান্ত ২০ হাজার ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫ জন। আজ সকাল পর্যন্ত ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে ২৫৫ জনের মৃত্যু হয়েছে।