ময়মনসিংহ মেডিকেলে অন্তঃসত্ত্বাসহ ৭ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় অন্তঃসত্ত্বাসহ ৭ জনের মৃত্যু হয়েছে। ওই অন্তঃসত্ত্বা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমলিতলা গ্রামের মো. শরীফের স্ত্রী মদিনা বেগম (২০)।
শরীফ জানান, তাঁর স্ত্রী প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হন। ছয় মাস চলছিল। গত সপ্তাহে হঠাৎ মদিনার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁকে তখন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মদিনা করোনা উপসর্গে মারা গেছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত সাতজনের মধ্যে করোনায় তিনজন ও করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন চারজন। মৃতদের মধ্যে ময়মনসিংহের বাসিন্দা পাঁচজন। বাকি দুজনের মধ্যে একজন নেত্রকোনার ও একজন জামালপুরের। চলতি মাসে এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও করোনার উপসর্গে ৩২০ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাই মাসে করোনা ও করোনার উপসর্গে ৪৮২ জন মারা যান।
গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকল আটটা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খোদেজা (৭৫), ত্রিশাল উপজেলার মনির উদ্দিন (৯১) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার শহিদুল্লাহ (৫৫)।
করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, বর্তমানে করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জনসহ ২৮৬ জন ভর্তি আছেন। তাঁদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) ২২ জন চিকিৎসাধীন। এ ছাড়া ওয়ান–স্টপ ফ্লু কর্নারে ১৩৩ জন এবং টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৪ জন।
সিভিল সার্জন নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৯৯৩টি নমুনা পরীক্ষায় ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৮৩। জেলায় করোনায় মোট সংক্রমিত ১৯ হাজার ৮১০ জন এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩২১ জন। এখন পর্যন্ত ময়মনসিংহে করোনায় মারা গেছেন ২৪১ জন।