২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ময়লা ফেলে বিলের বারোটা

শেরপুর-ঢাকা মহাসড়কের পাশের আমনকুড়া বিলে দুই দশক ধরে ময়লা–আবর্জনা ফেলা হচ্ছে। বিলে বর্জ্য ফেলায় পানিনিষ্কাশনে সমস্যা হচ্ছে।

শেরপুর পৌরসভার ময়লা-আবর্জনা ও বর্জ্য শেরপুর-ঢাকা মহাসড়কের পাশে আমনকুড়া বিলে ফেলা হয়। এতে মহাড়ক সংকুচিত হয়ে পড়েছেছবি: প্রথম আলো

দীর্ঘ দুই দশক ধরে শেরপুর পৌরসভার সব ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা হচ্ছে শেরপুর-ঢাকা মহাসড়কের পাশের আমনকুড়া বিলে। এর ফলে দিন দিন বিলটি ভরাট হয়ে ভাগাড়ে পরিণত হচ্ছে। এতে পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ ছাড়া এ সড়ক দিয়ে যাতায়াতের সময় বর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, পৌর শহরের গৃদানারায়ণপুর এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কের পাশের আমনকুড়া বিলের বিশাল এলাকা ভাগাড়ে পরিণত হয়েছে। বিলে ফেলে রাখা বর্জ্য সড়কের ওপরে পড়ে আছে। সেখান থেকে উচ্ছিষ্ট খাচ্ছে কয়েকটি গবাদিপশু। ভাগাড়ের দুর্গন্ধ থেকে রক্ষা পেতে পথচারীরা নাক ধরে চলাচল করছে। ময়লা–আবর্জনার কারণে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। সেই সঙ্গে পৌরসভার ময়লা-আবর্জনা ও বর্জ্য আমনকুড়া বিলে ফেলায় বিলটি ভরাট হয়ে পানিনিষ্কাশনের নালা সংকীর্ণ হয়ে গেছে। আমনকুড়া বিলসংলগ্ন স্থানে জেলা ও দায়রা জজ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনসহ পৌর পার্ক, পৌর ক্লাব, টেনিস ক্লাব, দুটি বিদ্যালয়, পৌর হকার্স মার্কেট, কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি অবস্থিত।

বিলসংলগ্ন ফয়সাল অটো ট্রেডার্সের ব্যবস্থাপক শরিফুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমনকুড়া বিলে বর্জ্য ফেলার কারণে এখানকার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। ময়লা-আবর্জনা সড়কের ওপরে জমে থাকায় সড়কটি সংকুচিত হয়ে গেছে। এর ফলে এখানে মাঝেমধ্যে যানজটের সৃষ্টি হচ্ছে। এমনকি, অনেক সময় দুর্ঘটনাও ঘটে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা-আবর্জনা নিয়ে এলে এখানে ফেলতে তাঁদের মানা করলেও তাঁরা কোনো কথা শোনেন না। এ ব্যাপারে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তিনি জানান।

পৌর হকার্স মার্কেটের সিএনজি ওয়ার্কসপের মালিক কবদুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এতে সারা দিনই দুর্গন্ধ আসে। ময়লার কারণে মাছি এসে পরিবেশ নষ্ট করছে।

পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া বলেন, পৌরসভার ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার জন্য নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের অষ্টমীতলা এলাকায় মৃগী নদীর পাড়ে একটি আধুনিক ডাম্পিং স্টেশনের নির্মাণকাজ চলছে। আশা করা যায়, আগামী মে মাসের মধ্যে ডাম্পিং স্টেশনটির নির্মাণকাজ শেষ হবে। তারপর শহরের বর্জ্য সেখানে ফেলা হবে।