ময়ূর নদে অপরিকল্পিত সেতু, মেয়রের ক্ষোভ
খুলনা নগরের গল্লামারীতে অবস্থিত ময়ূর নদের ওপর ২০১৩ সালে নির্মিত সেতুটি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ওই সেতুর কারণে বর্তমানে নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে ও নগরের সৌন্দর্য নষ্ট করছে বলে জানান তিনি।
রোববার খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সেতুটি ভেঙে সেখানে আধুনিক ও দৃষ্টিনন্দন সেতু স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেন মেয়র।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা–উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাসহ কমিটির অন্য সদস্যরা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।
ময়ূর নদের গল্লামারী এলাকার পুরোনো সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় পাশেই নতুন একটি সেতু নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। পিসি গার্ডার পদ্ধতির সেতুর ব্যয় ধরা হয় ৬ কোটি ৯০ লাখ টাকা। ২০১৩ সালের ৬ অক্টোবর সেতুর নির্মাণকাজ শুরু হয়। সেতুটি নির্মাণের শুরু থেকেই এর বিভিন্ন ত্রুটির কথা বলে আসছিল খুলনা সিটি করপোরেশন। বিশেষ করে নদীর পানি থেকে সেতুটির উচ্চতা খুবই কম।
নগরের শেরেবাংলা সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ চলমান। ওই কাজের ক্ষেত্রে সড়কের পাশ দিয়ে নগরের পানি অপসারণের জন্য প্রস্তাবিত ড্রেনেজের ব্যবস্থা আরও উন্নত করতে সমন্বয়ের কথা বলে মেয়র। তিনি নগরের গোলচত্তর এলাকার সড়কের চারপাশের পানি অপসারণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন।