যমুনায় গোসলে নেমে নিখোঁজের দুদিন পর মিলল কিশোরের লাশ

সকাল সূত্রধর
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুদিন পর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর শহরের পুরাতন জেলখানা ঘাট এলাকায় লাশটি ভাসতে দেখে স্থানীয় ব্যক্তিরা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশটি উদ্ধার করেন। এ ঘটনায় দুই কিশোরের লাশ উদ্ধার হলো।

সর্বশেষ লাশ উদ্ধার হওয়া কিশোরের নাম সকাল সূত্রধর (১৫)। সে পৌর শহরের গোশালা মহল্লার বিপ্লব সূত্রধরের একমাত্র ছেলে। সে হাজী আহাম্মদ আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দোল উৎসবে আবির খেলা শেষে শুক্রবার দুপুর ১২টার দিকে গোশালা মহল্লার ৯ স্কুলছাত্র নৌকা নিয়ে যমুনার চরে আসে। তারা নদীতে গোসল করতে নামে। পানিতে নামার কিছুক্ষণ পর সাঁতার না জানায় সন্দীপ, সকাল, বিশাল ও প্রান্ত ডুবে যায়। এ সময় স্থানীয় কয়েকজন পানিতে নেমে বিশাল ও প্রান্তকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। অপর দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজশাহী থেকে ডুবুরি দল এসে যমুনা নদীতে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যায় সন্দীপ কর্মকার (১৫) নামের একজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল। সন্দীপ পৌর শহরের গোশালা মহল্লার উজ্জ্বল কর্মকারের ছেলে। সে স্থানীয় সবুজ কানন স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী। রোববার অনেক চেষ্টা করেও নিখোঁজ সকাল সূত্রধরের কোনো খোঁজ না পেয়ে উদ্ধারকাজ বন্ধ করে দেয় ডুবুরি দল। পরে সন্ধ্যায় সকালের লাশ ভেসে ওঠে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে নিখোঁজ সকালের লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন