যশোরে বদলা নিতে যুবককে হত্যা, ধারণা পুলিশের

হত্যা
প্রতীকী ছবি

যশোরে আশিকুর রহমান (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে যশোর শহরের খালধার সড়কে আমিনিয়া মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, আগের একটি খুনের বদলা নিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত আশিকুর শহরের খালধার সড়ক এলাকার হাবিবুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আজ সকালে আশিকুর রিকশায় করে শহরের বড়বাজারে যাচ্ছিলেন। তিনি খালধার সড়কের আমিনিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা তাঁর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া পর কর্তব্যরত চিকিৎসক ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানেই দুপুরে তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে যশোর পুলিশের মুখপাত্র ও ডিবির ওসি রূপণ কুমার সরকার বলেন, আশিকুরের বিরুদ্ধে হত্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় সাতটি মামলা আছে।

ওসি বলেন, ২০২০ সালের ৭ জুন শহরের বড়বাজার এলাকায় পাপ্পু নামের এক যুবক খুন হন। ওই হত্যা মামলায় আশিকুর আসামি ছিলেন। সেই হত্যার প্রতিশোধ নিতে আজ সকালে প্রতিপক্ষের লোকজন আশিকুরকে কুপিয়ে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।