যশোরে রাতের আঁধারে ভেঙে দেওয়া হলো মৃৎশিল্পীদের জিনিসপত্র

যশোরে মৃৎশিল্পীদের তৈরি ২৫০টি শৌচাগারে ব্যবহৃত পাট (রিং) রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার মৃৎশিল্পীদের তৈরি মাটির জিনিসপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার বিচার চেয়ে শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়িতে আজ শনিবার লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

অভিযোগে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া পালপাড়ায় হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা মাটির তৈরি বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে।

লিখিত অভিযোগটি করেন গোড়পাড়া গ্রামের অন্ন পাল ও সনাতন পাল। অন্ন পাল বলেন, ‘রাতের আঁধারে দুর্বৃত্তরা মাটি দিয়ে তৈরি করে রাখা ২৫০টি শৌচাগারে ব্যবহৃত পাট (রিং) ভেঙে দিয়েছে, যা অনেক কষ্টে ধারদেনা করে তৈরি করা। এতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পালপাড়ায় আতঙ্ক বিরাজ করছে।’

শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।