যশোরে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু

করোনায় মৃত্যু।
ফাইল ছবি।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার জেনারেল হাসপাতাল ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আটজন ও করোনার উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার শনাক্তের হার ২৪ শতাংশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীরা রেড জোনে ও উপসর্গ নিয়ে আসা রোগীরা ইয়েলো জোনে চিকিৎসা নেন। গত ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে ৪৫ থেকে ৯০ বছর বয়সী ব্যক্তিরা ছিলেন। মৃতদের মধ্যে ছয়জন যশোরের এবং একজন চুয়াডাঙ্গার এবং একজন ঝিনাইদহের বাসিন্দা।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেড জোনে নতুন করে ১৫ জন আর ইয়েলো জোনে ১০ জন ভর্তি হন। এ নিয়ে হাসপাতালের রেড জোনে ৬৭ জন এবং ইয়েলো জোনে ১৭ জন ভর্তি রয়েছেন।