যশোর শিক্ষা বোর্ডের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ ৬ দাবি বাম গণতান্ত্রিক জোটের
যশোর শিক্ষা বোর্ডের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ ছয় দফা দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ মঙ্গলবার দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে জোটের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের স্থানীয় নেতারা এসব দাবি জানান।
আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে বোর্ডের নতুন চেয়ারম্যানকে স্মারকলিপি ও শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে শিক্ষা বোর্ডের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা, দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারে সোপর্দ করা, অসাধু ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের গ্রেপ্তার ও বিচার করা, দুর্নীতির সঙ্গে জড়িতদের চাকরি থেকে বরখাস্ত ও গ্রেপ্তার করা, দীর্ঘদিন না হওয়া অডিট সম্পন্ন করা ও অডিট না হওয়ার পেছনে জড়িতদের আইনের আওতায় আনা এবং প্রশাসনের সর্বস্তরের স্বচ্ছতা ও জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের জেলা সমন্বয়ক তসলিম উর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি যশোর শিক্ষা বোর্ডের কোটি কোটি টাকার দুর্নীতির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এ দুর্নীতির সঙ্গে যশোর শিক্ষা বোর্ডের কর্মকর্তা–কর্মচারী ও ঠিকাদার, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ যাঁরাই জড়িত হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁদের চিহ্নিত ও জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।
সংবাদ সম্মেলনে আগামী সাত দিনের মধ্যে দাবি মেনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়। অন্যথায় এসব দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কাছে স্মারকলিপি ও ১৩ ডিসেম্বর শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জোটের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক হাচিনুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লিগের সদস্য কামাল হাসান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।