যান্ত্রিক ত্রুটির কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে চলাচলকারী ১৯টি ফেরির মধ্যে ৪টি ফেরি অচল হয়ে আছে। অথচ এই পথে বাড়তি চাপ পড়েছে বন্ধ হয়ে যাওয়া শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের গাড়ির। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ গাড়ি। একই সঙ্গে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১টি রো রো (বড়), ৬টি ইউটিলিটি (ছোট), ২টি কে টাইপ (মাঝারি) ফেরি চলাচল করে। এর মধ্যে যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়া ইউটিলিটি ফেরি বনলতাকে গত ২৬ আগস্ট থেকে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে রাখা হয়েছে।

এ ছাড়া বারবার যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা দেখা দেওয়ায় সংস্কারের জন্য আজ ইউটিলিটি রজনীগন্ধা, গতকাল শনিবার রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার আরেকটি রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনকেও ডকইয়ার্ডে পাঠানো হবে। ফলে ১৯টি ফেরির মধ্যে বর্তমানে এই রুটে চালু থাকছে মাত্র ১৫টি ফেরি।

দৌলতদিয়া লঞ্চঘাট মোড় এলাকায় গাড়ির লম্বা লাইন। গতকাল দুপুরে।
প্রথম আলো

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মেরিন আবদুস সাত্তার বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিস্বল্পতা রয়েছে। পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি বন্ধের কারণে ওই রুটের গাড়ি এই রুট ব্যবহার করায় বাড়তি চাপ রয়েছে।

আর নাব্যতা–সংকট প্রসঙ্গে তিনি বলেন, নাব্যতা–সংকট দূর করতে পাটুরিয়া ঘাটের কাছে সার্বক্ষণিক চারটি ড্রেজার দিয়ে খনন চলছে। আরও দুটি ড্রেজার প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে ওই চ্যানেল দিয়ে ফেরিগুলো সরাসরি আসা–যাওয়া করছে।

ভাঙন–আতঙ্কের কথা প্রকাশ করে মেরিন আবদুস সাত্তার আরও বলেন, নদীতে দুই দিন ধরে পানি বাড়ার সঙ্গে সঙ্গে স্রোত বেড়েছে। সেই সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে দৌলতদিয়ার ২ নম্বর ফেরিঘাট সংযোগ সড়কের প্রায় ১৫ ফুট এলাকা ভেঙে গেছে। ভাঙন বাড়তে থাকলে ফেরিঘাট রক্ষার পাশাপাশি যানবাহন পারাপার ব্যাহত হতে পারে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, ফেরিস্বল্পতার পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটের গাড়ি আসায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইনজুড়ে ঢাকাগামী কয়েক শ গাড়ি রয়েছে। অন্যদিকে পাটুরিয়া প্রান্তে ঢাকা-আরিচা মহাসড়কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী কয়েক শ গাড়ি অপেক্ষায় রয়েছে।