default-image

যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে আসা ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২১ জানুয়ারি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে এই ফলাফল পেয়েছে স্বাস্থ্য বিভাগ। সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল ও মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে ১৫৭ যাত্রী আসেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁদের চার দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়া হয়। কোয়ারেন্টিন শেষে রোববার তাঁদের করোনার নমুনা নেওয়া হয়। সোমবার সকালে তাঁদের করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এতে ২৮ জনের করোনা পজিটিভ ফল আসে। এই ২৮ জনকে খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সূত্র জানায়, আজ সোমবার দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আরও ১৪৩ জন যাত্রী সিলেটে আসেন। তাঁদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সিলেট সিভিল সার্জন ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে নতুন ধরনের (স্ট্রেইন) করোনা সংক্রমণ বৃদ্ধির পর সরকারি নির্দেশনা অনুযায়ী চলতি মাস থেকে যুক্তরাজ্য থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকার নির্দেশনা দেওয়া হয়। এর জন্য সিলেটে বেশ কয়েকটি হোটেল নির্ধারণ করা হয়। নির্দেশনার পর ৪ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত পাঁচটি ফ্লাইটে ৪০০ জন যাত্রী যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন। এর মধ্যে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিন পালন করেছেন ৪১ জন। নতুন নিয়মে কোয়ারেন্টিন শেষ করে করোনার নমুনা পরীক্ষা করে ৩৭২ জন বাড়ি ফিরেছেন।

১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়। এতে যুক্তরাজ্যফেরত ব্যক্তিদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন কমিয়ে চার দিন এবং করোনা পরীক্ষার পর নেগেটিভ ফল এলে নিজ নিজ বাড়িতে আরও ১০ দিন কোয়ারেন্টিনে থাকার কথা উল্লেখ করা হয়। অন্যদিকে পরীক্ষায় পজিটিভ ফল এলে তাঁদের সরকার–নির্ধারিত আইসোলেশন সেন্টারে ভর্তির নির্দেশনা দেওয়া হয়।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল বলেন, যুক্তরাজ্য থেকে আসা ২৮ জনের পরীক্ষার প্রতিবেদনে করোনা পজিটিভ আসে। পরে তাঁদের আইসোলেশনে নেওয়া হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন