যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে পলাতক স্বামীর ফাঁসির আদেশ

আদালত
প্রতীকী ছবি

প্রায় ৯ বছর আগে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামির নাম মো. হাশেম। আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–১ চট্টগ্রামের বিচারক মুরাদে মাওলা এ রায় দেন।

সরকারি কৌঁসুলি জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, ঘটনার শুরু থেকে পলাতক রয়েছেন আসামি হাশেম। আদালত তাঁকে ফাঁসির আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালে চট্টগ্রামের বাঁশখালী সদর এলাকায় বেবী আক্তার নামের এক নারীকে তাঁর স্বামী শ্বাস রোধ করে হত্যা করেন। এ ঘটনায় করা মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রে বলা হয়, যৌতুক না পেয়ে বেবীকে হত্যা করেন তাঁর স্বামী। পাঁচজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।