রংপুরে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও দর্শনা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাদেক আলী (৮০) আট দিন ধরে নিখোঁজ। তাঁর সন্ধান ও উদ্ধার চেয়ে এলাকাবাসী মানববন্ধন ও সমাবেশ করেছেন। আজ সোমবার বেলা ১১টায় নগরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি সাদেক আলী। তিনি রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডের নাজিরদিগর এলাকার বাসিন্দা। রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও দর্শনা ইউপির সাবেক চেয়ারম্যান। সাদেক আলীর সন্ধান চেয়ে ২১ ফেব্রুয়ারি রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বড় ছেলে মেহেদী হাসান।
আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে বক্তৃতা করেন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামসুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী, নিখোঁজ ব্যক্তির বড় ছেলে মেহেদী হাসান প্রমুখ।
মেহেদী হাসান বলেন, ২০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাসা থেকে বের হন তাঁর বাবা। এর পর থেকে তিনি নিখোঁজ। আত্মীয়স্বজনসহ অনেক জায়গায় খোঁজার পরও তাঁর সন্ধান পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনটিও বন্ধ। এ নিয়ে তাঁরা দুশ্চিন্তায় আছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাদেক আলীর গায়ের রং ফরসা, উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তাঁর মাথার চুল ও দাড়ি সাদা রঙের। বাসা থেকে বের হওয়ার সময় তাঁর পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা এবং খয়েরি রঙের জ্যাকেট ছিল।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, কয়েক দিন চেষ্টা করে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপরও চেষ্টা অব্যাহত আছে।