রংপুরে মেস থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

রংপুরে একটি আবাসিক মেস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নগরের কলেজ রোড এলাকার  নীলাঞ্জনা ছাত্রাবাসের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

ওই ছাত্রের নাম শহিদুল ইসলাম। তাঁর বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে। শহিদুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য রংপুরে কোচিং করছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, শহিদুল এক মাস আগে ওই মেসের একটি কক্ষ ভাড়া নেন। আজ সকাল থেকে তাঁর কক্ষের দরজা বন্ধ দেখে মেসের অন্য ছাত্রদের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে শহিদুলের লাশ ঝুলতে দেখে।

লাশের পাশ থেকে একটি চিরকুট পেয়েছে পুলিশ। ওই চিরকুটে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মৃত্যুতে যেন কোনো মামলা না হয়।’

জানতে চাইলে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতারুজ্জামান প্রধান বলেন, লাশের পাশ থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।