রংপুরে ৫০ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা
রংপুর বিভাগের ৫০ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রংপুর টাউন হল মিলনায়তনে স্থানীয় সামাজিক সংগঠন ‘ফিরে দেখা’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে নারী বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা পদক, শীতকালীন উপহার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা কোনো অংশেই কম নয়। যুদ্ধের সময় নারীরা নানা অত্যাচার–নিপীড়ন সহ্য করে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন। দেশকে স্বাধীন করার পেছনে তাঁদের অবদান ভোলার মতো নয়। আজ যাঁদের সম্মননা দেওয়া হলো, তাঁদের এ দেশের মানুষ চিরদিন মনে রাখবে। ইতিহাসের পাতায় তাঁরা স্মরণীয় হয়ে থাকবেন।
ফিরে দেখা সংগঠনের প্রতিষ্ঠাতা সাকিল মাসুদ বলেন, ২০১৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সমাজসেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হলো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক রেজাউল করিম। এ সময় সেখানে স্থানীয় আরও কবি ও কথাসাহিত্যিকেরা উপস্থিত ছিলেন।