রংপুর বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৩
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জন মারা গেছেন। এ সময়ে ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁও জেলার পাঁচজন, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের দুজন করে এবং পঞ্চগড়ের একজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে দিনাজপুর জেলার ১২৩, ঠাকুরগাঁওয়ের ১৫১, নীলফামারীর ৬২, পঞ্চগড়ের ৬৩, কুড়িগ্রামের ৫৯, লালমনিরহাটের ৩১, গাইবান্ধার ১১০ ও রংপুরের ২৩৪ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা মোট ৩১ হাজার ৬৯০। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩১ দশমিক ৩৯ শতাংশ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১২ জন নিয়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৬২৪। এর মধ্যে দিনাজপুর জেলার ২১৬, রংপুরের ১২৩, ঠাকুরগাঁওয়ের ১১৪, পঞ্চগড়ের ২৯, নীলফামারীর ৪২, লালমনিরহাটের ৩৯, কুড়িগ্রামের ৩২ ও গাইবান্ধার ২৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭৭ জন।
এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।