রংপুর বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৬২ হাজার ২৮২ জনের করোনা শনাক্ত হলো। এদিকে গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বিভাগে ৮৩৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ২৭ দশমিক শূন্য ৬ শতাংশ। এর আগের দিন বিভাগে ৮১৪ জনের নমুনা পরীক্ষায় ২৬৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্ত ছিল ৩৩ দশমিক শূন্য ৫ শতাংশ। গতকালও বিভাগে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ২২৬ জনের মধ্যে রংপুরে সর্বোচ্চ ৯৮ জন রয়েছেন। এ ছাড়া পঞ্চগড়ে ১০ জন, নীলফামারীতে ৩৪ জন, লালমনিরহাটে ১১ জন, কুড়িগ্রামে ১০ জন, ঠাকুরগাঁওয়ে ১৬ জন, দিনাজপুরে ৩২ জন ও গাইবান্ধায় ১৫ জন শনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন।

বিভাগের আট জেলার মধ্যে রংপুরে শনাক্ত ৩৪ দশমিক শূন্য ৩ শতাংশ, পঞ্চগড়ে ১৯ দশমিক ৬১ শতাংশ, নীলফামারীতে ৩২ দশমিক ৩৮ শতাংশ, লালমনিরহাটে ২৫ দশমিক ৫৮ শতাংশ, কুড়িগ্রামে ২৪ দশমিক ৩৯ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৩০ দশমিক ১৯ শতাংশ, দিনাজপুরে ১৯ দশমিক ৭৫ শতাংশ ও গাইবান্ধায় ১৫ দশমিক ৭৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে বিভাগে মোট ১ হাজার ২৬২ জনের করোনায় মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩৩৬ জন মারা গেছেন। এ ছাড়া রংপুরে ২৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৬ জন, পঞ্চগড়ে ৮২ জন, নীলফামারীতে ৯১ জন, লালমনিরহাটে ৭০ জন, কুড়িগ্রামে ৬৯ জন ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ঘরের বাইরে বের হলে অবশ্যই সঠিক নিয়মে মাস্ক পরতে হবে।