রংপুর বিভাগে করোনা শনাক্তের হার ৪৬ শতাংশ

করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩৮ জনের। এ সময় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৯৪৩ জনের। এতে শনাক্তের হার ৪৬ দশমিক ৪৫। আজ শুক্রবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বিভাগের ৮ জেলায় ৮৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। তবে বিভাগে গতকাল রংপুরে একজন মারা গেছেন। গত বুধবার ৮০০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছিল ৩৫৯ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে রংপুরের ১১৯, পঞ্চগড়ের ৩১, নীলফামারীর ৪৬, লালমনিরহাটের ২৩, কুড়িগ্রামের ২১, ঠাকুরগাঁওয়ে ৫৬, দিনাজপুরে ১১০ ও গাইবান্ধার ৩২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ জন।

বিভাগের ৮ জেলায় শনাক্তের হার ছিল রংপুরে ৪১ দশমিক ১৭, পঞ্চগড়ে ৫৭ দশমিক ৪১, নীলফামারীতে ৪০, লালমনিরহাটে ৪০ দশমিক ৩৫, কুড়িগ্রামে ৪৭ দশমিক ৭৩, ঠাকুরগাঁওয়ে ৫৬ দশমিক ৫৭, দিনাজপুরে ৫২ দশমিক ৬৩ ও গাইবান্ধায় ৪৪ দশমিক ১১।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানা গেছে, মহামারি শুরুর পর থেকে রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৪ জনের। এর মধ্যে দিনাজপুরে সর্বোচ্চ ৩৩৩ জন মারা যান। এ ছাড়া রংপুরে ২৯৪, ঠাকুরগাঁওয়ে ২৫৬, পঞ্চগড়ে ৮১, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ৬৯, কুড়িগ্রামে ৬৯ ও গাইবান্ধায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ হাজার ৩৫১।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম বলেন, ঘরের বাইরে বের হলে মুখে মাস্ক পরার জন্য প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে। কেননা প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে মানুষের সর্দি–কাশি ও জ্বরের প্রকোপ বেড়েই চলেছে।