রংপুর বিভাগে করোনা শনাক্ত ১০৩ জনের, শনাক্তের হার ১২
রংপুর বিভাগে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ সময়ে ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ১০৩ জন। শনাক্তের হার ১১ দশমিক ৬৬ শতাংশ। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৩ হাজার ১৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২৮ জন। আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত একজনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন একজন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮৮। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ৩১৮ জন। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রংপুরের ২৮০ জন, ঠাকুরগাঁওয়ের ২৪০ জন, পঞ্চগড়ের ৭৫ জন, নীলফামারীর ৮৫ জন, লালমনিরহাটের ৬৩ জন, কুড়িগ্রামের ৬৬ জন ও গাইবান্ধার ৬১ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, ২৪ ঘণ্টায় ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ১০৩ জন। এর মধ্যে রংপুর জেলায় ২৪ জন, দিনাজপুরের ২২ জন, কুড়িগ্রামের ১৫ জন, নীলফামারীর ৪ জন, ঠাকুরগাঁওয়ের ১৭ জন, গাইবান্ধার ৪ জন, পঞ্চগড়ের ১২ জন ও লালমনিরহাটের ৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৩ হাজার ১৭।